Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

ক্রঃ নং

সেবা সমূহ

উপকারভোগী

সেবা সমূহের বিবরণ/ প্রার্থীত সুবিধা পাবার পদ্ধতি

প্রার্থীত সুবিধা পাওয়ার সর্বোচ্চ সময়সীমা

বীজ (বিশুদ্ধ,পরিচ্ছন্ন এবং উন্নত)

আখ চাষী

মিল কর্তৃক সরবরাহকৃত নির্ধারিত ছকে আবেদন করতে হবে। অনুমোদন  সাপেক্ষে  একরপ্রতি  প্রয়োজনীয় পরিমান বীজ (২.৬১মেঃ টন)/ একর), ২.৫৭/-টাকা/কেজি হিসেবে সরবরাহ করা হয়।

রোপন মৌসুমের জন্য

 

সার

আখ চাষী

মিল কর্তৃক সরবরাহকৃত নির্ধারিত ছকে আবেদন করতে হবে।  অনুমোদন  সাপেক্ষে  একরপ্রতি  প্রয়োজনীয় পরিমান বিভিন্ন প্রকার সার  সরবরাহ করা হয়।

চলমান প্রক্রিয়া

 

কীট নাশক

আখ চাষী

মিল কর্তৃক সরবরাহকৃত নির্ধারিত ছকে আবেদন করতে হবে।  অনুমোদন  সাপেক্ষে  একরপ্রতি  প্রয়োজনীয় পরিমান বিভিন্ন প্রকার কীটনাশক  সরবরাহ করা হয়।

চলমান প্রক্রিয়া

 

সেচ

আখ চাষী

মিল কর্তৃক সরবরাহকৃত নির্ধারিত ছকে আবেদন অনুমোদনের ভিত্তিতে একরপ্রতি ১০০০/- টাকা হারে ২ বার প্রদান করা হয়।

খরা মৌসুমে

 

নালা কাটা

আখ চাষী

মিল কর্তৃক সরবরাহকৃত নির্ধারিত ছকে আবেদন অনুমোদনের ভিত্তিতে একরপ্রতি ১০০০/- টাকা হারে ২ বার প্রদান করা হয়।

আখ রোপন মৌসুমে

 

পোকা দমন

আখ চাষী

মিল কর্তৃক সরবরাহকৃত নির্ধারিত ছকে আবেদন অনুমোদনের ভিত্তিতে একরপ্রতি ৫০০/- টাকা হারে ২ বার প্রদান করা হয় ।

আখ রোপন মৌসুমে

 

শস্য অগ্রিম

আখ চাষী

মিল কর্তৃক সরবরাহকৃত নির্ধারিত ছকে আবেদন অনুমোদনের ভিত্তিতে মোট উৎপাদিত আখের ৪০% পর্যন্ত।

সেপ্টেম্বর মাস

 

ডি-ট্রাসিং

আখ চাষী

মিল কর্তৃক সরবরাহকৃত নির্ধারিত ছকে আবেদন অনুমোদনের ভিত্তিতে  একর প্রতি  সর্বোচ্চ ৫০০/- টাকা।

জুলাই থেকে অক্টোবর

 

রোপা আখ চাষ (এসটিপি)

আখ চাষী

রোপা আখের জন্য বিভিন্ন  প্রকার চাষের উপর ভিত্তি  করে  চাষীদের  একরপ্রতি  ২০০০/- টাকা হতে ৪৪০০/- টাকা পর্যন্ত ভর্তুকি প্রদান করা হয় ।

জুন মাস

 

১০

আখের উৎপাদন বৃদ্ধিতে   উন্নত কলাকৌশল প্রয়োগ তদারকি করণ এবং পরামর্শ প্রদান ।

আখ চাষী

ক) সমষ্টিগত যোগাযোগ।

খ) মিল কর্তৃপক্ষ কর্তৃক মাঠ পরিদর্শন ও তদারকি

চলমান প্রক্রিয়া

১১

চাষীদের প্রশিক্ষণ  প্রদান

আখ চাষী

আখের উৎপাদন বৃদ্ধি , গুনগত মানসম্পন্ন আখউৎপাদন এবং আখ চাষে  উন্নত কলাকৌশল প্রয়োগ নিশ্চিত করণের লক্ষ্যে মিল কর্তৃপক্ষ কর্তৃক  আখ চাষীদের প্রশিক্ষণ  প্রদান করা হয়।

চলমান প্রক্রিয়া

১২

এস এম এস এর মাধ্যমে পুর্জি বিতরণ

আখ চাষী

ই-তথ্য প্রযুক্তির আওতায়, পুর্জি ইস্যু হওয়া মাত্রই স্বয়ংক্রিয়ভাবে এসএমএস এর মাধ্যমে চাষীদের মোবাইলে জানিয়ে দেওয়া হয়। এছাড়া একজন চাষী ইউনিয়ন তথ্য কেন্দ্র থেকেও একই পুর্জি সংগ্রহ করতে পারেন।

আখ মাড়াই মৌসুমে চলমান প্রক্রিয়া

১৩

এস এম এস এর মাধ্যমে আখের মূল্য পরিশোধের তারিখ ও স্থান নিশ্চিত করণ।

আখ চাষী

ই-তথ্য প্রযুক্তির আওতায়, আখের মূল্য পরিশোধের তারিখ ও স্থান নির্ধারণ হওয়া মাত্রই স্বয়ংক্রিয়ভাবে এসএমএস এর মাধ্যমে চাষীদের মোবাইলে জানিয়ে দেওয়া হয়। এছাড়া একজন চাষী ইউনিয়নতথ্য কেন্দ্র থেকেও একই তথ্য সংগ্রহ করতে পারেন।

আখ মাড়াই মৌসুমে চলমান প্রক্রিয়া

১৪

এস এম এস এর মাধ্যমে  মিল কর্তৃপক্ষের যেকোন জরুরী নির্দেশনা ও বিজ্ঞপ্তি  তাৎক্ষণিকভাবে প্রেরণ।

আখ চাষী

ই-তথ্য প্রযুক্তির আওতায়, মিল কর্তৃপক্ষের যেকোন জরুরী নির্দেশনা ও বিজ্ঞপ্তি স্বয়ংক্রিয়ভাবে এসএমএস এর মাধ্যমে চাষীদের মোবাইলে জানিয়ে দেওয়া হয়। এছাড়া একজন চাষী ইউনিয়ন তথ্য কেন্দ্র থেকেও একই তথ্য সংগ্রহ করতে পারেন।

আখ মাড়াই মৌসুমে চলমান প্রক্রিয়া

১৫

গ্রামীণ অবকাঠামো এবং  শিক্ষা বিস্তারে আর্থিক অনুদানের জন্য ফান্ড গঠন এবং এর সুষ্ঠু ব্যবহার।

আখ চাষী, সাধারণ জনগণ

আখ চাষীদের আখের মূল্য থেকে প্রতি ১০০ কেজিতে ০.৩২ টাকা হারে রোড সেস এবং ০.৪০ টাকা হারে শিক্ষা সেস  এবং ০.১৩ টাকা আখ চাষী কল্যাণ সমিতিতে কর্তন করে ফান্ড গঠণের মাধ্যমে  উক্ত ফান্ড থেকে নির্ধারিত কর্তৃপক্ষের মাধ্যমে যথাক্রমে  গ্রামীণ অবকাঠামো মেরামত /উন্নয়ন এবং স্কুল কলেজ ও মাদ্রাসার  উন্নয়নে  সহায়তা  প্রদান  এবং আখ চাষী   সন্তানদের  শিক্ষাখাতে বৃত্তি প্রদান ও আখ চাষীদের সহায়তা করা হয়।

চলমান প্রক্রিয়া

১৬

সরকারী সহায়তায় গ্রামীণ অবকাঠামো মেরামত/উন্নয়ন।

গ্রামীণ জনগণ

 প্রতি মৌসুমে চিনি উৎপাদনের উপর ভিত্তি করে গ্রামীণ অবকঠামো মেরামত /উন্নয়ন কল্পে  সরকার  সহায়তা  প্রদান করেন।

চলমান প্রক্রিয়া